শুভ উদ্বোধন বার্তা
আজ ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ১০ জানুয়ারী ২০২৫ শুক্রবার। আজকের এই পবিত্র দিনে বাদ আসর উত্তর রবিরবাজারস্থ "রবিরবাজার চশমাঘর" নামে একটি প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে। এতে উপস্থিত থেকে দোয়া ও সহযোগীতার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।
রবিরবাজার চশমাঘর ও ডাক্তার চেম্বারের শুভ উদ্বোধন
আজকের এই বিশেষ দিনে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, রবিরবাজার চশমাঘর ও বিশেষষজ্ঞ ডাক্তার চেম্বার তাদের যাত্রা শুরু করছে।
সেবা সমূহ:
- চোখের সঠিক পরামর্শ ও পরীক্ষার জন্য বিশেষজ্ঞ সেবা:
আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চোখের সঠিক পরীক্ষা এবং প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে। - ডাক্তার চেম্বার:
আপনার ও আপনার পরিবারের সুস্থতার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডা. নাসরিন জান্নাত জাায়গিরদার (সাবেক সহকারী রেজিস্ট্রার - সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল) রোগী দেখবেন।স্ত্রী ও প্রসূতিসহ মেডিসিন রোগী দেখবেন। - উন্নতমানের চশমার কালেকশন:
দৃষ্টিশক্তি উন্নত করার পাশাপাশি, আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই চশমা নির্বাচন করার জন্য আমাদের রয়েছে বিভিন্ন ডিজাইনের কালেকশন।
আমাদের লক্ষ্য:
এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষদের সর্বোত্তম সেবা প্রদান করবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ স্বাস্থ্যসেবা ও চোখের যত্নের ক্ষেত্রে একটি মানসম্পন্ন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার:
আমাদের চশমাঘর উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় ছাড় এবং অফার। তাই দেরি না করে আজই চলে আসুন।
যোগাযোগের জন্য:
📍 ঠিকানা: রবিরবাজার, [রিহান প্লাজা, উত্তর রবিরবাজার]
📞 মোবাইল: [০১৭১১৯৩২৬৫৫]
🌐 ওয়েবসাইট/ফেসবুক পেজ: https://facebook.com/profile.php?id=61569072393546
আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা আমাদের পথচলায় আরও এগিয়ে নিয়ে যাবে।
ধন্যবাদান্তে,
রবিরবাজার চশমাঘর ও ডাক্তার চেম্বারের পরিবার।