প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 23, 2025 ইং
চাকরি এক্সটেনশন করার বিনিময়ে উপদেষ্ট্রা আসিফ মাহমুদের জালিয়াতি

পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা অবসর গ্রহনের পর তাদেরকে অতিরিক্ত সময়ের জন্য চাকরি এক্সটেনশন করার বিনিময়ে বেশ কয়েকজন প্রকৌশলীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার এপিএস (ক্যাশিয়ার) মোয়াজ্জেম।
স্থানীয় সরকার বিভাগে পৌরসভার কোন নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের নিয়ম নেই। গত ৫৪ বছরে এমন কোন ঘটনা ঘটেনি কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবার ।
সূত্র জানিয়েছে,
ভোলা পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজু গত ২৫ তারিখে অবসর গ্রহণ করেন। এরপরেও তিনি পদ ধরে রাখতে উক্ত পৌরসভার প্রশাসক ২৯ ব্যাচের মিজানুর রহমানের শরণাপন্ন হন। মিজানুর রহমান জসীমউদ্দীন আরজু সহ আরো বেশ ক'জন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর চাকরি এক্সটেনশনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেমের সাথে যোগাযোগ করলে মোয়াজ্জেম তাদের কাছ থেকে ২ কোটি টাকা দাবি করেন।
সেই মোতাবেক মোয়াজ্জেমকে ৫০ লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা চাকরি এক্সটেনশনের পরে দেয়ার কথা৷ সেই ফাইল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পৌঁছেছে। রোববার ফাইলটি পাশ হবার সম্ভাবনা রয়েছে৷
খোঁজ নিয়া দেখেন গিয়া৷
বি: দ্র: আসিফ মাহমুদ কোন টাকা ঘু'ষ খায় না, দল চালাতে তিনি ফান্ড কালেক্ট করছেন৷
কালেক্টেড @
Elias Hossain
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজটাইমবিডি