মোদি-সোনিয়ার সঙ্গে কী কথা হলো শেখ হাসিনার
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীর সঙ্গে পৃথক বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেওয়া নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রবিবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানের পরপরই একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
গতকাল ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল কক্ষে এসে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তার ছেলে রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। নতুন সরকারের সূচনাতেই ভারতের প্রধান দুই নেতার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
তিন দিনের নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীর সঙ্গে নয়, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠান শেষে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনা নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ড. হাছান মাহমুদ আরও বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উভয় দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিতে আরও কাজ করার সুযোগ রয়েছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল সকালে রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন।
পরে বিকালে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয় শেখ হাসিনার। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ সাক্ষাৎকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক উল্লেখ করেছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, "শেখ হাসিনা ও গান্ধী পরিবারের মধ্যে সম্পর্কের ইতিহাস তাদের পূর্বপুরুষদের হাত ধরে তৈরি। শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল।"
রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সারা বিশ্ব থেকে আগত প্রায় ৮ হাজার অতিথির সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
গতকাল বিকালে দিল্লির বিমান বাহিনীর বিশেষ বিমানবন্দর থেকে রওনা হয়ে সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।