নিউসটাইমবিডি

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও: পুলিশ ও এন্টিটেররিজম ইউনিটের অভিযান

নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও এন্টিটেররিজম ইউনিট। বাড়ির ভেতরে পাওয়া গেছে বিদেশি পিস্তল, সাউন্ড প্রুফ কক্ষ, বুলেট প্রুফ জ্যাকেট, হ্যান্ডকাফসহ বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জাম।

Article Image

নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ডুয়েটের সাবেক প্রফেসর মো. আব্দুল মান্নানের এই বাড়ি কয়েকদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিল। বাড়ির ভেতরে একটি ফিশারি পুকুরও রয়েছে।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির ফলে বাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় আরও কড়া নজরদারি শুরু করা হয়। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি পাওয়া গেছে।

পরে এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আসাদুল্লাহ চৌধুরী ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের জানান, বাড়ির ভেতরে একটি সাউন্ড প্রুফ কক্ষ, বুলেট প্রুফ জ্যাকেট, হ্যান্ডকাফসহ বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জাম পাওয়া গেছে। এছাড়াও একটি ব্যায়ামাগার ও খেলনা একে ফোরটি সেভেনসহ বিভিন্ন খেলনা পিস্তল পাওয়া গেছে। সবকিছু বিবেচনায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসা পর্যন্ত বাড়িটি ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাড়ির মালিককে ঢাকায় থেকে আসতে বলা হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ও এন্টিটেররিজম ইউনিট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।